মশার কামড়ের যন্ত্রণা দূরে ঘরোয়া টোটকা!

mosমশার কামড় থেকে বাঁচতে আমাদের কত চেষ্টা। একবার নিজের কিংবা বাড়ির ছোট্ট শিশুটিকে মশা কামড় দিয়ে ফেললেই সর্বনাশ। মশার কামড়ে কারও চামড়া ফুলে ওঠে, কারও লালচে আচিলের মতো দেখা যায়। অনেকের চামড়ায় এলার্জি পর্যন্ত দেখা যায় মশার কামড়ের পরে। মশার কামড়ের যন্ত্রণা দূর করতে অনেকেই অনেক ক্রিম, লোশন ব্যবহার করেন। তবে এগুলো বাদ দিয়ে হাতের কাছের বিভিন্ন গৃহস্থালি উপাদান দিয়ে দূর করা সম্ভব মশার কামড়ের যন্ত্রণা। চলুন জেনে নেই- কী কী উপাদান আপনার যন্ত্রণা কমাবে।

১. লেবু: মশার কামড় থেকে সৃষ্ট যন্ত্রণা দূর করতে কাজে আসতে পারে লেবু। আক্রান্ত স্থানে কিছুটা লেবুর রস লাগিয়ে নিলেই ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে আসে।

২. পেঁয়াজ বা রসুন: আক্রান্তস্থান চুলকালে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন। সরাসরি আক্রান্ত স্থানে মিনিট কয়েকের জন্য লাগিয়ে নিন পেঁয়াজ বা রসুনের রস, তারপর ধুয়ে পরিষ্কার করে নিন স্থানটি।

৩. বেকিং সোডা: আক্রান্ত স্থানের চুলকানো অনুভূতি থামানোর জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এজন্য প্রথমে এক গ্লাস পানিতে এক চা চামুচ বেকিংসোডা মিশিয়ে নিন। এরপর বেকিং সোডা মিশ্রিত পানি দিয়ে কাপড়ের টুকরো ভিজিয়ে নিয়ে তা দিয়ে আক্রান্ত স্থানটি  মুছে নিন। এভাবে বেশ কয়েকবার মুছে দেবেন মশা যেখানে কামড়েছে সেই স্থান।

৪.  অ্যালোভেরা: মশার কামড়ের ফলে রোগ হওয়ার আশঙ্কা থাকলে অ্যালোভেরার সাহায্য নিন। প্রথমেই অ্যালোভেরা পাতার রস বের করে তা ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তারপর শুধু আক্রান্ত স্থানে রস লাগিয়ে নিন।

৫. লবণ: স্বল্প পরিমাণপানিআর লবন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে নিতে পারেন। এটি অ্যান্টিসেপটিক হিসেবে বেশ কাজে দেবে।

৬. নারকেল তেল: মশার কামড় থেকে ত্বকে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। ইনফেকশন ঠেকাতে সাহায্য নিতে পারেন নারকেল তেলের। এজন্য আক্রান্ত স্থানটিতে লাগিয়ে নিন নারকেল তেল।

৭. নিমের তেল: মশার কামড়ে সৃষ্ট আক্রান্ত স্থানের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে নিমের তেল। এটি ব্যবহার করাও বেশ সহজ। শুধু নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা নিমের তেল মিশিয়ে নিন, আর লাগিয়ে নিন আক্রান্ত স্থানে।