ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা- ২০১৮

বিদেশি স্টলে ক্রেতাদের ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এবারের মেলায় থাইল্যান্ড, তুর্কি, ইরান, পাকিস্তান ও ভারতীয় প্যাভিলিয়ন রয়েছে।

27267547_1435688556540499_535039765_o
সবচেয়ে আকর্ষনীয় করে সাজানো হয়ে থাইল্যান্ড প্যাভিলিয়নটি। প্যাভিলিয়নের ভেতরে রয়েছে অনেকগুলো স্টল। পাওয়া যাচ্ছে জুতা, চাবির বিং, বিভিন্ন ধরনের পুতুল, ব্যাগ, প্রসাধন সামগ্রী, চা, কফি, ঘর সাজানোর সামগ্রীসহ আরও অনেক কিছু। এ প্যাভিলিয়নের স্টলে বাচ্চাদের জুতা পাবেন ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।  

27264948_1435688176540537_1147772363_o

মেয়েদের জুতার দাম পড়বে ৬০০ থেকে ২০০০ টাকা। ছেলে মেয়ে উভয়ের ব্যাগ পাবেন ৮০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের বাদাম ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। ঘর সাজানোর সামগ্রী পাবেন ১৫০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।

27267738_1435688659873822_1002074708_o

27335485_1435688916540463_2057418529_o
সবচেয়ে আলো ঝলমলে হচ্ছে তুর্কি প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নের বেশিরভাগ স্থান দখল করে আছে ঝাড়বাতি। এছাড়াও আছে টার্কিশ মেলামাইন, প্লেট ও গৃহস্থালি পণ্য।

27393150_1435688036540551_497798398_o
ঝাড়বাতি কিনতে পারবেন এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকার মধ্যে। মেলামাইন প্লেট প্রতিটি পাবেন ২০০ টাকায় আর একসঙ্গে সেট মিলিয়ে কিনলে পাবেন বিশেষ ছাড়। আর গৃহস্থালি পণ্য প্রতিটি পাবেন ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে।

27393583_1435688936540461_1121688301_o
ইরানি স্টলে পাবেন মেয়েদের পোশাক, গয়না, মসলা, মেলামাইন পণ্যসহ আরও অনেক কিছু। আর পাকিস্তানি ও ইন্ডিয়ান স্টলে পাবেন শাল, চাদর, ক্রোকারিজ, কার্পেট, আংটি ও মালা তৈরির মূল্যবান পাথরসহ নানা আইটেম।