বালিশ পরিষ্কার করবেন যেভাবে

কভার বদলে ব্যবহার করলেও বালিশের ভেতর জমে থাকে ধুলাবালি। অপরিষ্কার বালিশ নানা রোগের কারণ হতে পারে। বিশেষ করে চর্মরোগ ও খুশকি দেখা দেয় ময়লা বালিশ ব্যবহার করলে। কভারের পাশাপাশি নিয়মিত বালিশ পরিষ্কার করাও তাই খুব জরুরি। বালিশ অথবা কুশন কীভাবে পরিষ্কার করতে হবে জেনে নিন।

বালিশ

  • বালিশের কভার খুলে নিন।
  • গরম পানিতে সামান্য মাইল্ড ডিটারজেন্ট পাউডার মিশিয়ে বালিশ ডুবিয়ে রাখুন।
  • আধা ঘণ্টা অপেক্ষা করে হাত দিয়ে সামান্য নিংড়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • প্রচুর পানির সাহায্যে ধুতে হবে যেন ময়লা ও ফেনা পুরোপুরি চলে যায়।
  • আলো বাতাস আছে এমন স্থানে ক্লিপের সাহায্যে ঝুলিয়ে দিন ভেজা বালিশ।
  • শুকিয়ে ফেলে কভারে ঢেকে ব্যবহার করুন পরিষ্কার বালিশ।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট