অ্যালোভেরার সঙ্গে লবণ, ব্যবহার করুন শ্যাম্পুর আগে

মাথার ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে লবণ। খুশকির জন্য দায়ী জীবাণু হটাতেও কার্যকর এটি। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতে লবণের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন শ্যাম্পু করার আগে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

অ্যালোভেরা ও লবণ

  • ১ চা চামচ লবণের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান।
  • মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।
  • কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • কন্ডিশনার ব্যবহার করুন। চুল প্রাকৃতিক বাতাসে শুকাবেন।
  • চুলের তেলতেলে ভাব দূর করতে চাইলে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে স্প্রে করে নিন।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট