পোকামাকড় দূর করবে গাছ

flowerবাড়িতে মশা, তেলাপোকা, মাকড়শা একটি কমন বিষয়। এর সঙ্গে আরও কত ছোটখাটো পোকামাকড়ের ঘর-বসতি রয়েছে সেটি বলার নয়। পোকা দূর করতে নিয়মিত ইনসেক্টিসাইড বা অষুধ স্প্রে করেন অনেকে। অনেকে কয়েল দিয়ে মশা দূর করেন, কেউ ধূপধুনো দেন। তবে বাড়িতে রাখা কিছু গাছই পারে মশা এবং পোকামাকড় দূর করতে।

গাঁদা ফুলের গাছ লাগিয়ে অনায়াসে বাড়ির পোকামাকড় দূর করা যায়। শুধু ফুলের সৌন্দর্য নয়। এই গাছ দূর করে মশা। গাঁদা ফুলের ভেষজ গুণ পোকামাকড় দূর করে। মশা এবং অন্যান্য পোকামাকড় আসতে পারে না। তাহলে বাড়ি থেকে মশা এবং অন্যান্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ লাগান।

খাবারের জন্য নিশ্চয় পুদিনা পাতা ব্যবহার করেছেন অনেকবার। সব সময় তো কিনেই আনেন।  কিন্তু খাবারের বাইরেও এর আরও অনেক গুণাগুণ রয়েছে। পুদিনা পাতার গন্ধ মশা দূর করতে সাহায্য করে। তাহলে বাড়িতে পুদিনা পাতার একটা ঝোঁপ থাকলে ক্ষতি কি? ছোট্ট একটা টবেই অনেক পুদিনা পাতা জায়গা করে নেবে

তুলসি পাতা- তুলসি গাছ কম বেশি সবার বাড়িতেই আছে। কিন্তু জানেন কী বাড়িতে তুলসি গাছ থাকলে মশা  ও মাছি আসে না। সুতরাং দেরি না করে এই গাছগুলো বাড়িতে লাগিয়ে নিন।