চুল বাড়ছে না?

শীতের রুক্ষতায় চুল এমনিতেই কম বাড়ে। এছাড়া অযত্ন ও অবহেলায় কমতে শুরু করে চুলের বৃদ্ধি। ফলে চুল রুক্ষ হয়ে ভেঙে যেতে থাকে। চুল না বাড়লে প্রয়োজন খানিকটা বাড়তি যত্নের। কয়েক মাস পরপর চুলের আগা সামান্য কেটে ফেলতে পারেন। এছাড়া নিয়মিত তেল ম্যাসাজেরও বিকল্প নেই। জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস। 

03-7-Super-Damaging-Hair-Combing-Mistakes-You-Dont-Even-Know-Youre-Making_644318665-760x506

  • নিয়মিত চুল ব্রাশ করা জরুরি। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে ও চুল দ্রুত বৃদ্ধি পায়। দিনে দুইবার কয়েক মিনিট সময় নিয়ে চুল ব্রাশ করুন। বিশেষ করে চুলে তেল ম্যাসাজ করার পর ভালো করে আঁচড়ে নেবেন চুল। ঘাড়ের কাছ থেকে ব্রাশ টেনে উপরের দিকে আঁচড়ান।
  • সপ্তাহে একদিন তেল গরম করে ম্যাসাজ করুন চুলে। এটি চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করার পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। নারকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য গরম করুন। আঙুলের সাহায্যে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান গরম তেল। কিছুক্ষণ ম্যাসাজ করুন মাথার ত্বক। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল আঁটকে রাখুন ১৫ মিনিট। তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ১৫ মিনিট। এবার শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও সুন্দর হবে চুল।  
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে কুসুম গরম করে নিন। রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান তেলের মিশ্রণ। পরদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। চাইলে শ্যাম্পু করার আধা ঘন্টা আগেও ব্যবহার করতে পারেন কন্ডিশনার। চুল দ্রুত তো বাড়বেই, পাশাপাশি ঘন ও উজ্জ্বল হবে চুল।   

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট