ডেনিমেই সারাদিন

সকালে বেশ হিমেল হাওয়া দেখে সোয়েটার পরে বের হলেন। কিন্তু কিছুক্ষণ পরই রোদে মাখামাখি হয়ে মেজাজ গেল বিগড়ে! আবার শীতের পোশাক না পরে বের হওয়াটাও বেশ ঝুঁকিপূর্ণ। আবহাওয়া বদলের এই সময় সকাল আর সন্ধ্যার শীতে হুট করে ঠাণ্ডা লেগে যেতেই পারে। কী করা যায়? এই অস্বস্তিকর আবহাওয়ায় স্বস্তি খুঁজে নিতে পারেন ডেনিমের পোশাকে।

IMG_2583
হঠাৎ বের হতে হবে বাইরে, টিশার্টের উপর ডেনিমের একটি ফুলহাতা শার্ট চাপিয়ে নিন ঝটপট। ব্যস! ফ্যাশনও হলো, শীতটাকেও পোষ মানানো গেল। ক্যাজুয়ালেই বেশ আরামে থাকতে পারলেন দিনভর।

IMG_2650
ডেনিমের ওপর তরুণদের ভালোবাসাটা বেশ পুরনো। সেই ভালোবাসার জায়গা থেকেই নিত্য নতুন রূপে ডেনিম জায়গা করে নিয়েছে দৈনন্দিন ফ্যাশনে। যেমন সাদিয়া আফরিনের কথাই ধরা যাক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই ছাত্রী জানালেন, ডেনিমের শার্ট তার খুবই পছন্দ। আরামদায়ক ডেনিমের শার্ট অথবা টপস তার নিত্যসঙ্গী। সেটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস হোক কিংবা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশাও জানালেন একই কথা। আরামদায়ক ও ফ্যাশনেবল ডেনিমের পোশাকে স্বস্তিতে থাকা যায় দিনভর।

IMG_2567
আবহাওয়া ও তরুণদের পছন্দের কথা মাথায় রেখে অনলাইন শপ ‘কইন্যা’ ডেনিমের বেশকিছু নিরীক্ষামূলক কাজ নিয়ে এসেছে। ডেনিমের টপস, কটি, ফ্রক ও জ্যাকেটে সেজেছে তাদের দোকান। কইন্যার স্বত্বাধিকারী তাসমিনা তাবাসসুম নিশাত জানালেন, তরুণরা বেশ পছন্দ করেছে ডেনিমের এসব পোশাক। একটু ভারি ডেনিমের জ্যাকেট কিংবা ফ্রক যেমন অনায়াসে পরতে পারবেন শীতে, তেমনি জিন্সের কটি অথবা টপ পরা যাবে যেকোনো আবহাওয়াতেই। সবসময় পরার জন্য হাতাসহ পোশাকগুলো পাওয়া যাচ্ছে হাতাকাটাও।  

IMG_2462
একটু খরচ করে ডেনিমের প্যান্ট অথবা শার্ট কিনতে চাইলে ঢুঁ মারতে পারেন ব্র্যান্ডের দোকানগুলোতে। বসুন্ধরা সিটিতে চলে যেতে পারেন অনেকগুলো ব্র্যান্ড ঘুরে যদি কিনতে চান। ইয়েলো, ফ্রিল্যান্ড, তানজিমে পেয়ে যাবেন পছন্দসই ডেনিম। একটু কমের মধ্যে কিনতে চাইলে নিউমার্কেট ও ঢাকা কলেজের উল্টা দিকের নূরজাহান মার্কেটের বিকল্প নেই। এখানে ডেনিমের কটি, প্যান্টের পাশাপাশি পাবেন চমৎকার সব টপসও। যেতে পারেন এলিফ্যান্ট রোড কিংবা বঙ্গবাজারেও।

IMG_2492
ঘরে বসে কিনতে চাইলে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে খুঁজে দেখুন। পেয়ে যাবেন পছন্দসই ডেনিমের পোশাক।

IMG_2452

মডেল: কাজী তাসনুভা তারান্নুম ও ফারহানা ইয়াসমিন
ডেনিমের পোশাক
: কইন্যা
ছবি: সাজ্জাদ হোসেন