ছবিতে ঢাকা আর্ট সামিটের এক ঝলক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ঢাকা আর্ট সামিট-২০১৮। আর এতে অংশ নিয়েছেন বাংলাদেশসহ ২৯টি দেশের তিনশ’ খ্যাতিমান ও নবীন শিল্পী। সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৯ দিনব্যাপী এ সামিট চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সামিটে দুটি পর্বে ১৬টি প্যানেল আলোচনায় অংশ নিচ্ছে শতাধিক শিল্পী, শিল্প সমালোচক, শিক্ষক ও শিল্পবোদ্ধারা। বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য কিছু চিত্রকর্ম-

সেহের শাহ ও রণবীর সিং (নিউ দিল্লি)

কনকচাঁপা চাকমা (বাংলাদেশ)

 

 

 

প্রভাকর পাচপুত্রে (মুম্বাই)

লিউ জিয়াদং (বেইজিং)

 

সুলতানুল ইসলাম (বাংলাদেশ)

 

নুরুন নাহার পাপা (বাংলাদেশ)

সুভাষ তামাং (কাঠমণ্ডু)

গান চিন লি (কুয়ালালামপুর)

লিউ জিয়াদং (বেইজিং) কামরুজ্জামান স্বাধীন (ঢাকা)

আমপানি সাথো (ব্যাংকক)