এই বসন্তে পুরুষদের যত্ন

আরেফিন শুভ, ছবি- সাজ্জাদ হোসেনবসন্তের আর মাত্র কয়েকদিন বাকি। সঙ্গে এগিয়ে আসছে ভালোবাসা দিবস। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে মেয়েদের প্রস্তুতির শেষ নেই। কিন্তু ছেলেরা পিছিয়ে থাকবে কেনও? ভালোবাসা দিবস ও বসন্ত তো তাদের জন্যও। তাই নিজেকে সুন্দর করে রাখার জন্য কিছু টিপস-

 পরিটপাটি থাকতে হবে: বেশিরভাগ মেয়ে যেমন সব সময় পরিপাটি, গোছানো থাকতে পছন্দ করেন, তেমনি পরিপাটি ছেলেদের প্রতিও তাদের অনুরাগ দেখা যায়। তাই ছেলেদেরকে পরিপাটি থাকা উচিত সব সময়।  

পরিবেশ দূষণ, গাড়ি-সিগারেটের ধোঁয়ার সঙ্গে লড়াই করে নিজেদের ত্বকের কোমলতা টিকিয়ে রাখা কঠিন। এ কারণে ছেলেদের ভালো মানের ফ্যাসিয়াল ক্লিনজার ব্যবহার করা উচিত। আর সব সময় পানি দিয়ে মুখ ধোয়া খুব জরুরি। এতে মুখের হোয়াইট হেড, ব্ল্যাক হেড ও ব্রণ দূর হয়। আর ত্বক টোন করার জন্য মুখে গোলাপ জল ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজিং ক্রিমও ব্যবহার করা উচিত। এক্ষেত্রে শরীরে পুরু ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার যেতে পারে।

প্রতিদিন গোসল করা: প্রতিদিন শরীরে যে ময়লা জমে, তা গোসলের সময় ভালোভাবে পরিষ্কার করা উচিত। নয়তো তা ত্বকে ইনফেকশন বা চর্মরোগ তৈরি করতে পারে। মুখের চামড়া থেকে মরা কোষ পরিষ্কার করলে মুখ উজ্জ্বল ও সুন্দর থাকে। মুখের ত্বক ঘষে পরিষ্কার করলে দাড়ি ভালোভাবে বেড়ে উঠে। এতে করে শেভ হয় ভালো।

ঠোঁটেরও যত্ননিতে হবে: শীতের আবহ এখনো আছে। তাই  ঠোঁট ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সে কারণে ছেলেদের ঠোঁটের প্রতিও যত্নববান হওয়া চাই। এক্ষেত্রে ভালোমানের লিপ বাম ব্যবহার করতে পারেন। আপনি কি জানেন ঠোঁটও যে বয়সের সাথে বুড়িয়ে যায়? তাই দিনের বেলা যেমন লিপ বাম ব্যবহার করা উচিত, সে রকম রাতেও ঘুমানোর আগে লিপ বাম ব্যবহার করুন।

ম্যানিকিউর ছেলেদেরও প্রয়োজন: শুধু মেয়েরাই হাত ও পায়ের নখ কেটে পরিপাটি থাকবে, আর ছেলেরা বড় নখ নিয়ে ঘুরে বেড়াবে, তা তো ঠিক না। তাই ছেলেদেরও ম্যানিকিউর করা উচিত। তাই সব সময় নখ কেটে রাখা ও হাত পরিষ্কার রাখা উচিত।

দাঁত ও দাড়ি পরিষ্কার রাখুন: সব সময় সকালে ও রাতে দাঁত ব্রাশ করা বাধ্যতামূলক সব নারী পুরুষের জন্য। আর ভ্যালেন্টাইনস ডে কে মাথায় রেখে আপনি অবশ্যই ভালোভাবে দাঁত ব্রাশ করে বাইরে যাবেন, সেটাই কাম্য। যদি দাড়ি একটু বড় রাখাটাকেই নিজের নতুন লুকের জন্য ভালো মনে হয়, তাহলে খেয়াল রাখুন দাড়ি যেন পরিষ্কার থাকে। সেক্ষেত্রে ফেসওয়াশ দিয়ে অথবা হাল্কা শ্যাম্পু দিয়ে দাড়ি পরিষ্কার রাখতে হবে। এসব কিছু মনে রাখলেই  সুন্দর হয়ে উঠবে।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া।