আজ বইমেলায় রুশ বিপ্লব নিয়ে আলোচনা

boimelaরুশ বিপ্লবের শতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে বইমেলায়। বিকাল চারটায় অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে এই  প্রবন্ধ উপস্থাপন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন ডা. সারওয়ার আলী, সৈয়দ আজিজুল হক এবং ইমতিয়ার শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক পবিত্র সরকার। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ২২৫টি। এর আগেঅমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় য় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা মজুমদার, ইয়াকুব আলী খান এবং সাগরিকা জামালী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ক ও খ-শাখায় ২৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

আজ বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে রাত ৯টায়।

ছবি: নাসিরুল ইসলাম।