বইমেলায় ওমর ফারুকের উপন্যাস ‘বাবার চোখ’

babar chukcover fainalসাংবাদিক ও সাহিত্যিক ওমর ফারুকের নতুন উপন্যাস ‘বাবার চোখ’ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে অ্যাডর্ণ পাবলিকেশন। এটি ওমর ফারুকের লেখা চতুর্থ উপন্যাস।

বইটির প্রচ্ছদ করেছেন মাহববুল হক। বইটির মূল্য ১০৫ টাকা।

এর আগে ওমর ফারুকের লেখা নিশিকথা, পিছুটান ও ছোট সাহেবের ফাঁসি নামের তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি টিভি নাটকও লিখছেন। এ পর্যন্ত তার ২০টির বেশি নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে।

‘বাবার চোখ’ উপন্যাসটিতে লেখক এক ডাকাতের সন্তানের প্রতি ভালবাসার গল্প তুলে ধরেছেন। ডাকাত নজুর ছেলে রকি জন্মান্ধ। তার ছেলের অন্ধত্ব দূর করতে পথ খুঁজতে থাকে নজু। এক পর্যায়ে তার ছেলের বন্ধু সনির চোখ উপড়ে ডাক্তারের কাছে নিয়ে যায় তার ছেলের চোখে বসিয়ে দেওয়ার জন্য। সনিও অন্ধ হয়ে যায়।  বিভৎস ঘটনাটি ঘটিয়ে বাড়ি ছাড়তে হয় ডাকাত নজুকে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় নিজের দুটো চোখ দান করে রকি ও সনিকে পৃথিবীর আলো দেখাবে। নিজে নেবে অন্ধত্বের স্বাদ। নজু দ্ইু চোখ দুইজনকে দান করতে পেরে নিজেকে ধন্য মনে করে।