ফুলে রঙিন ভালোবাসা

IMG_8143ভালবাসতে কোনও দিবসের প্রয়োজন নেই – কথাটি যেমন সত্য তেমনি বিশেষ দিনে প্রিয়জন থেকে দূরে থাকতে নেই। বসন্তকে বরণের পর সমগ্র বিশ্ব আজকে ব্যস্ত প্রিয়জনকে বরণে। ভালবাসা দিবস তেমনি একটি বিশেষ দিন যেদিন বাধ ভাঙ্গা ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে অনেক আয়োজন করে। পথের ধার ঘেঁষে কিংবা ফুটপাথে কিংবা রিক্সায় আজ ছেয়ে ছিল লাল রঙে। হাতে হাত রেখে প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর দিন ১৪ ফেব্রুয়ারি। তাই আজ ফুলে ফুলে ছেয়ে ছিল রাজধানি। লাল রঙ ভালবাসার চিহ্ন বলেই গোলাপ ফুলের চাহিদা ছিল তুঙ্গে।

লাল গোলাপ বিনে মনের কথা কিভাবে কহি তারে? –  প্রেমিক-প্রেমিকাদের যুগল এই মর্মে বিশ্বাসী বলেই লাল গোলাপের চাহিদা এতো বেশি। এই দিনকে কেন্দ্র করে ফুল ব্যবসায়ীদেরও ঈদের মতো আনন্দ। কারণ কয়েকগুণ বেশি দামে এই গোলাপ বিক্রি হয় সকাল থেকে সন্ধ্যা অবধি। গোলাপের পাশাপাশি চাহিদা ছিল বিভিন্ন ফুল দিয়ে সাজানো টায়ারা। মাথায় টায়ারা দিয়েও চলতি পথে দেখা গেছে অনেক নারীকেই। ভালবাসার দিনে যেন তাদের রূপ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই ফুলেল অনুসঙ্গ। ভালবাসা দিবসকে নিয়ে করে আজকের বিশেষ ছবির গল্প।

ছবি তুলেছেন – নাসিরুল ইসলাম   

IMG_8379

A00A1523

A00A1479

IMG_8424

IMG_8427

IMG_8438

IMG_8011

IMG_8218

IMG_8116

IMG_8392

IMG_8017

IMG_8307

IMG_8436