মেলায় পান্থ বিহোসের অনুদিত বই ‘নেমেসিস’

28126401_1678291612213618_1133339015_oবইমেলায় এসেছে লেখক, অনুবাদক পান্থ বিহোসের অনুদিত বই নেমেসিস। আইসজ্যাক আসইমভ রচিত এই বইটির অনুবাদ পাওয়া যাবে বাতিঘর প্রকাশনীতে। বইটির প্রচ্ছদ এর মূল বইয়ের প্রচ্ছদকারী ডিলানের প্রচ্ছদ অনুসারেই রাখা হয়েছে। সায়েন্স ফিকশন থ্রিলারধর্মী এই বইটির মূল্য ৪২০টাকা।

বিশেষজ্ঞদের মতে আসিমভের ফাউন্ডেশন সিরিজের পর সেরা কাজ হচ্ছে এই নেমেসিস। আসিমভ নিজেই স্বীকার করেছেন, এই লেখাটি তার অন্যান্য লেখার চেয়ে একটু আলাদা ধরনের। এই বইয়ে তিনি মানুষের স্বভাবজাত মানসিক বিকাশ এবং স্বকীয়তা তুলে ধরেছেন। আরেকটি বড় ব্যাপার হলো, এই সায়েন্স ফিকশনটির ধরন থ্রিলারের মতো। অসাধারণ ভয়ঙ্কর থ্রিল সৃষ্টি করেছেন নেমেসিসে। সায়েন্স ফিকশন এবং থ্রিলার পছন্দ করেন যারা  উভয়ের কাছেই বইটা ভালো লাগবে।