চলছে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮। বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে দ্বিতীয়বারের মত চলছে এ প্রদশর্নী।

চলছে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮’
এবারের প্রদশর্নীতে সাতটি ভারতীয় কোম্পানিসহ ৪৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনব্যাপী  এ আয়োজন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে গত বছরের ১২ থেকে ১৪ জানুয়ারি প্রথম চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এবারের চা প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ চা সংসদ, এম এম ইস্পাহানি লিমিটেড, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ফিনলে), আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেড, ডানকান ব্রাদার্স লিমিটেড, হালদা ভ্যালি টি কোম্পানি লিমিটেড, সিটি গ্রুপ ও ওরিয়ন গ্রুপ।
এই আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, রেডিও ফুর্তি ও জিটিভি।