‘আমার সকালটা শুরু হয় চা দিয়েই’

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮।’ বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে দ্বিতীয়বারের মত চলছে এ প্রদশর্নী। প্রদশর্নীর দ্বিতীয় দিন রাত ৯টায় শুরু হয় ‘বাংলা সাহিত্যের চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও অভিনেত্রী বন্যা মির্জা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সঙ্গীতশিল্পী জুয়েল।

lifestyle pic edit template full hd
আলোচনায় আসাদ চৌধুরী বলেন, ‘আমার সবসময়ই চা প্রয়োজন হয়। চা খেয়ে কেউ মাতাল হয় না। কিন্তু চাঙা হওয়া যায়। আমি চায়ের প্রেমে পড়েছি। আমাদের দেশের চা বিশ্বের সব দেশে সমাদৃত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে  আমি সাধুবাদ জানাই। তিনি চা শ্রমিকদের উন্নয়নের আশ্বাস দিয়েছেন।’

সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘আমরা চায়ের সাথে টা খাই, কিন্তু কখনো টায়ের সাথে চা খাই না। আমার সকালটা শুরু হয় চা দিয়েই। চা শ্রমিকরা অনেক কষ্ট করে আমাদের জন্য উৎকৃষ্ট মানের চা তৈরি করেন। সকল চা শ্রমিকদের প্রতি আমার শ্রদ্ধা।’
অভিনেত্রী বন্যা মির্জা বলেন, ‘অবশ্যই আমার সকালটা চা দিয়েই শুরু হয়। চায়ের সাথে টাও দরকার হয়। আর সেই টা হচ্ছে কবিতা। চা খেতে খেতে কবিতা পড়তে আমি ভালোবাসি। এতো সুন্দর একটা আয়োজন করার জন্য বাংলাদেশ চা বোর্ডকে আন্তরিক অভিনন্দন।’
অনুষ্ঠান শেষ হয় ফহমিদা নবীর গানের মাধ্যমে। অনুষ্ঠানে বন্যা মির্জা ও কবি আসাদ চৌধুরী কবিতা আবৃতি করে শুনান।