চা প্রদর্শনীতে নতুন যারা

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে ‘বাংলাদেশ চা প্রদর্শনী ২০১৮।’ এবারের প্রদর্শনীতে প্রথমবারের মত এসেছে হালদা ভ্যালি, জাফলং চা ও বেঙ্গল ক্ল্যাসিকাল টি।

ee
হালদা ভ্যালি ২০১৫ সাল থেকে দেশে ‘ড্রাগন উইল গ্রিন টি’ উৎপাদন করে আসছে। সেই সাথে ২০১৬ সাল থেকে চীনের বাজারেও রপ্তানি করে আসছে পণ্যটি। চা প্রদর্শনীতে তারা নিয়ে এসেছে ‘সিলভার নিডলে হুয়াইট টি।’ এটি উৎপাদন শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেশের বাজারে পাওয়া যাবে হালদা ভ্যালির গ্রিন ও হুয়াইট টি।

eeee
জাফলং চা ২০১৭ সালের শুরুর দিকে চা উৎপাদন শুরু করেছে। তারা জাফলং ক্লাসিক, চূড়ামণি ময়ূর, বেঙ্গল টাইগার, জাফলং পিডিসহ আরও চার ধরনের চা উৎপাদন করছে। এসব চা বাজারজাতও শুরু হয়েছে ২০১৭ সাল থেকে।

lifestyle pic edit template full hd
সিটি গ্রুপ ‘বেঙ্গল ক্লাসিক্যাল টি’ নামের প্যাকেটজাত চা এ বছর থেকে উৎপাদন শুরু করেছে। আগামী এপ্রিল মাসের শুরুতেই বাজারে আসবে এই চা।
বাংলাদেশ চা প্রদর্শনীর প্রচার সহযোগী হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, রেডিও ফুর্তি ও জিটিভি।