ফুল হাতে আগামী প্রজন্ম (ফটো স্টোরি)

রায়েরবাজার থেকে দুই শিশু সন্তান মেধা আর প্রভাকে নিয়ে শহীদ মিনারে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ সরকার। গল্পে গল্পে শিশুদের মাতৃভাষা দিবসের তাৎপর্য বুঝাচ্ছিলেন তিনি। জানালেন শিশুদের শুধু ইতিহাস জানালে হবে না, তারা যেন সেটাকে ধারণ করতে পারে অন্তরে করতে হবে সে চেষ্টাও। এ কারণেই প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। মেধা আর প্রভার মতো অসংখ্য শিশু এসেছিল ফুল হাতে। কেউ এসেছিল মায়ের হাত ধরে, কেউ বাবার কাঁধে চড়ে। তারা শ্রদ্ধা জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। আগামী প্রজন্মের একুশ উদযাপন দেখে নিন ছবিতে। ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন।

একুশ ১

একুশ ২

একুশ ৩

একুশ ৪

একুশ ৫

একুশ ৬

একুশ ৭

একুশ ৮

একুশ ৯

একুশ ১০

একুশ ১১

একুশ ১২

একুশ ১৩