আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: বইপ্রেমীদের পদচারণায় মুখর বইমেলা

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  অন্যান্য দিনের মত আজও সকাল থেকে শুরু হয়েছে গ্রন্থ মেলা। কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হতেই ভিড় বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে। টিএসসি থেকে বাংলা একাডেমি ও দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির রাস্তা সন্ধ্যার কাছাকাছি সময়ে জনসমুদ্রে পরিণত হয়। যুবক-বৃদ্ধা সকলেই এসেছেন মেলায়। বাদ পড়েনি মায়ের কোলের ছোট্ট শিশুটিও।

1

হাজারও মানুষের ভিড়ে বাংলা ট্রিবিউনের সাথে কথা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মীর মঞ্জুর মোরশেদের সাথে। তিনি আজ মেলায় আসবেন বলে গতকাল ঢাকায় এসেছেন। সকালে শহীদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং বিকাল থেকে আছেন বইমেলায়। তার ভাষ্যমতে, 'অন্তত আজ বই মেলায় প্রায় সকল লেখকদের সমাগম ঘটবে। আমি বই পড়তে খুব ভালোবাসি, তাই আজকের সুযোগটি যেন হাতছাড়া না হয় সেজন্য সরাসরি ভোলা থেকে এসেছি।'

কথা হয় গৃহিণী লাবিবা রহমানের সাথে। তিনি এসেছেন উত্তরা থেকে পরিবারের সঙ্গে। সাংসারিক কাজের অবসরে তিনি বই পড়েন। 'আজ রাস্তায় কোন জ্যাম নেই। তাই খুব সহজেই আসতে পেরেছি' বললেন তিনি।

2

পুরো মেলা ঘুরে দেখা গেল, ছোট-বড় প্রতিটি স্টলের সামনেই মানুষের ভিড়। বই দেখছেন আর আগ্রহ নিয়ে কিনছেন পছন্দের লেখকের বই। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও খুশি। তারা জানান, আজকের মত যদি প্রতিদিন এমন পাঠকদের দেখা মিলতো, তবে প্রতিদিনই বিক্রি ভালো হতো। আর এতে করে লেখক ও প্রকাশকরা ভালো থাকতো। বাংলা একাডেমীর তথ্যমতে আজ মেলায় নতুন বই এসেছে ৩৯০টি। এ দিয়ে এবারের মেলায় নতুন বই প্রকাশ পেলো ৩৩৫৬টি।