ডার্ক সার্কেল দূর করে কফি

কফি ছাড়া দিন শুরুই হয় না? মজার ব্যাপার হচ্ছে, কফি কিন্তু রূপচর্চায়ও অনন্য। এটি চোখের আশেপাশের কালচে দাগ দূর করতে পারে। পাশাপাশি ঝলমলে চুলের জন্যও ব্যবহার করতে পারেন কফি। জেনে নিন রূপচর্চায় কফির ৬ ব্যবহার।

ডার্ক সার্কেল দূর করে কফি
বডি স্ক্রাব
একটি কাপে চার ভাগের এক ভাগ কফি, একই পরিমাণ চিনি ও ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অয়েল মিশিয়ে নিন। ত্বক পানিতে ভিজিয়ে মিশ্রণটি ঘষুন ধীরে ধীরে। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও কোমল হবে। গোসলের সময় ব্যবহার করতে পারেন স্ক্রাবটি।   
ডার্ক সার্কেল দূর করতে  
১ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে চোখের নিচে লাগান দৈনিক একবার। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ডার্ক সার্কেল দূর হবে।
ঝলমলে চুলের জন্য
২ টেবিল চামচ গরম পানি, ১ টেবিল চামচ কফি, ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়া ও একটি ডিমের কুসুম ভালো করে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুল রঙিন করতে
৩ টেবিল চামচ অলিভ অয়েল, ৮ কাপ পানি, ৮ টেবিল চামচ কফি নিন। কফি গলিয়ে তাতে অলিভ অয়েল দিন। মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন দেড় ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক পরিষ্কার করতে
১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ নারিকেল তেল, কাপের চার ভাগের এক ভাগ দুধ ও ১ টেবিল চামচ কফি একসঙ্গে মিশিয়ে নিন। তোয়ালে পানিতে ভিজিয়ে মুখ মুছে নিন। তারপর মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর পানি ছিটিয়ে ত্বক ম্যাসাজ করুন ধীরে ধীরে। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।