শুরু হলো ২য় আন্তর্জাতিক সুফি উৎসব

28418458_10214100481217765_1856203736_oরাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ ও হাটখোলা ফাউন্ডেশনের আয়োজনে এবং সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এসময় সুফি উৎসবের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের বাউলরা সবসময় গানের মাধ্যমে মানবতার কথা বলে এসেছেন। ‘ তিনি আরও বলেন, এই উৎসবটি প্রথমে চট্টগ্রামে হলেও এবার ঢাকাতে হচ্ছে। এ ধরনের আয়োজনে সরকারের সহযোগিতা সবসময় থাকবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

28499827_10214100486177889_708484646_oতিনদিনের এই উৎসবে বাংলাদেশের শিল্পী ছাড়াও ভারত, তুরস্ক ও ইরানের ১১৯ জন শিল্পী অংশগ্রহণ করবেন।

শুক্রবার উৎসবের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের মাইজ ভান্ডার শরীফের শিল্পীদের পরিবেশনায় উৎসব শুরু হয়। এরপর ভারত থেকে আসা এবং বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা উৎসব গান পরিবেশন করেন।