লা মেরিডিয়ানে এম আর হাসানের একক চিত্র প্রদর্শনী

ভিজ্যুয়াল আর্টিস্ট ও প্রামাণ্য আলোকচিত্রী এম আর হাসানের একক প্রদর্শনীর আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লা মেরিডিয়ান ঢাকা'র লবিতে ‘ট্রানসেন্ডেন্স থ্রু ইমেজ: অ্যান আর্ট এক্সিবিশন’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা।

img 1
প্রদর্শনী ঘুরে দেখে ম্যারি আনিক বুখডা বলেন, ‘এ প্রদর্শনীর পেছনের চিন্তা এবং প্রকাশ আমাকে মুগ্ধ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এম আর হাসানের মতো প্রতিশ্রুতিশীল শিল্পীদের কাজকে উৎসাহ ও উদ্দীপনা দেই। আমি লা মেরিডিয়ান ঢাকাকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্রদর্শনী আয়োজনের জন্য।’

IMG_20180224_181006
প্রদর্শনীর থিম নিয়ে শিল্পী আর হাসান বলেন, ‘আধ্যাত্মিক চিন্তা ও ধারণার  ওপর আমার নিজের শৈল্পিক অবগাহনের গভীর স্তরে বিচরণের জন্য বিশেষভাবে নিরীক্ষা চালিয়েছি। আমি এ আলোকচিত্রগুলোর মাধ্যমে আমার নিজের আধ্যাত্মিক পরিভ্রমণের প্রকাশ ঘটানোর চেষ্টা করেছি। চিত্রকর্মগুলো কেউ যদি একটু সময় নিয়ে দেখে, তাহলে সে চিত্রকর্মের ভেতরে পরিভ্রমণ করবে আশা করছি।’

Human Species
প্রদর্শনীতে লা মেরিডিয়ান ঢাকার মহা ব্যবস্থাপক কনস্টাটিনোস এস. গ্যাব্রিয়েল বলেন, ‘এ রকম একটি প্রদর্শনী আয়োজনের মাধ্যমে এম আর হাসানের মতো শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে পেরে আমরা অ্যতন্ত আনন্দিত।’
লা মেরিডিয়ানের লবিতে প্রদর্শনীটি চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

শিল্পী পরিচিতি

মোহাম্মদ রাকিবুল হাসান (এম আর হাসান) ঢাকাভিত্তিক ভিজ্যুয়াল আর্টিস্ট ও প্রামাণ্য আলোকচিত্রী। হাসান শিল্পের ইতিহাস বিষয়ে পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে আলোকচিত্রে স্নাতোকোত্তর করেছেন যুক্তরাজ্যের ফ্যালমাউথ বিশ্ববিদ্যালয়ে। তিনি শিল্প, চলচ্চিত্র ও আলোকচিত্র বিষয়ে বিশ্বব্যাপী আয়োজিত অনেক প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং মনোনীত হয়েছে। বিশ্বব্যাপী তার কাজ প্রদর্শিত হয়েছে।