মেলায় অটিস্টিক শিশুদের প্রকাশনা ‘অন্যরকম’

একুশে গ্রন্থমেলায় অটিস্টিক শিশুদের প্রকাশনা ‘অন্যরকম’ এর মোড়ক উন্মোচিত হলো সম্প্রতি। ম্যাগাজিনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে  অটিস্টিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশুদের স্কুল ‘বিউটিফুল মাইন্ড’। অটিস্টিক শিশুদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে তারা।

28554758_1768858219837395_43743264_o

স্পেশাল চাইল্ড তথা বিশেষ শিশুদের লেখা গল্প, ছড়া ও আঁকা স্থান পেয়েছে ম্যাগাজিনে। কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত এই ম্যাগাজিনটির দাম ১০০ টাকা। 

মেলায় ‘অন্যরকম’ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশিষ্ট সাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হকসহ বিশিষ্টজনরা। মোড়ক উন্মোচনের পর ম্যাগাজিন থেকে অটিস্টিক শিশুদের লেখা একটি ছড়া আবৃত্তি করেন তথ্যমন্ত্রী। তিনি এসব শিশুর মানসিক বিকাশসহ শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ প্রশংসা করেন।

এ ম্যাগাজিনে সেসব শিশুদের লেখা সংকলিত হয়েছে যারা স্বাভাবিকভাবে কারও সঙ্গে কোনও কথা বলতে পারে না। কোনও বিশেষ অভিব্যক্তি প্রকাশ করে কারো কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। অথচ তারাও ভাবে, তারাও অন্য সাধারণ শিশুদের মতো দেশসহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে। এসব লেখায় তাদের সেসব চিন্তার পরিষ্কার ছাপ রয়েছে।