কাঠের আসবাব থেকে উইপোকা দূর করবেন যেভাবে

উইপোকার অত্যাচারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাঠের আসবাব। আসছে বৃষ্টির সময়। বৃষ্টিতে স্যাঁতসেঁতে আবহাওয়াতেও বাড়ে এ পোকার উপদ্রব। জেনে নিন কীভাবে আসবাব থেকে দূর করবেন উইপোকা।

উইপোকা

  • কাঠের আসবাবে উইপোকা বাসা বাধলে সেগুলো একটানা ৩ থেকে ৫ দিন রোদে রাখুন। উইপোকা থাকবে না।
  • পিচবোর্ড পানিতে ভিজিয়ে যেখানে উইপোকা বেশি আসে সেখানে রেখে দিন। ভেজা বোর্ড থেকে আসা কাঠের গন্ধে আকর্ষিত হয়ে উইপোকা বোর্ডে আসলে সেটা নষ্ট করে ফেলুন। 
  • তুলা নিমের তেলে ভিজিতে উইপোকা আক্রান্ত আসবাব মুছুন। প্রতিদিন মুছলে দূর হবে উইপোকা।    
  • আসবাবে উইপোকা আক্রমন করলে বোরাক্স পাউডার ব্যবহার করুন। কাঠের আসবাবে বোরাক্স সলিউশনও লাগাতে পারেন। ১ টেবিল চামচ বোরাক্স পাউডারের সঙ্গে ৮ আউন্স গরম পানি মিশিয়ে তৈরি করুন বোরাক সলিউশন।
  • নিমপাতা গুঁড়া করে উইপোকা আক্রান্ত স্থানে ছড়িয়ে দিন। দূর হবে উইপোকা।