চুলের বৃদ্ধি বাড়ায় আদার রস

চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় আদার রস। এতে চুল বাড়ে দ্রুত। খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতেও কার্যকর এটি। চুল পড়া কমানোর পাশাপাশি চুল ঝলমলে করার জন্যও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আদার রস।

আদার হেয়ার প্যাক
হেয়ার প্যাক যেভাবে তৈরি করবেন
একটি বাটিতে ৪-৫ টেবিল চামচ আদার রস নিন। ৩ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নেড়ে নিন। মাথার ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে আদার রসে সামান্য পানি মেশাবেন। মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুল বেঁধে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।