যেভাবে ক্যাস্টর অয়েল দূর করে ব্রণ

কেবল চুলের যত্নে নয়, ত্বকের যত্নেও অনন্য ক্যাস্টর অয়েল। এটি ত্বকের অতিরিক্ত তেল, মরা চামড়া ও ময়লা দূর করে। ক্যাস্টর অয়েলের অ্যাসিডিক উপাদান ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে ত্বক রাখে ব্রণমুক্ত। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল উপাদান। এগুলোও সাহায্য করে ব্রণ দূর করতে। জেনে নিন ক্যাস্টর অয়েলের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।

STORY5    
ফেসপ্যাক- ১
পানি ফুটিয়ে নিন। গরম পানি টেবিলে রেখে ঢাকনা খুলে দিন। মাথা তোয়ালে দিয়ে ঢেকে গরম পানির পাত্রের উপর মুখ নিয়ে বাষ্প লাগান। এটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলতে সাহায্য করবে। কয়েক মিনিট পর ব্রণযুক্ত ত্বকে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। মুখ ধোবেন না। এভাবেই ঘুমিয়ে পড়ুন রাতে। পরদিন সকালে নরম ও ভেজা তোয়ালে দিয়ে ঘষে তেল উঠিয়ে ফেলুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক।    

  • ব্রণ দূর করতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন ক্যাস্টর অয়েল।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন চাইলে।

ফেসপ্যাক- ২
একটি পাত্রে ১ চা চামচ হলুদ গুঁড়া ও আধা চা চামচ ক্যাস্টর অয়েল মেশান একসঙ্গে। ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

  • প্রতিদিন একবার ব্যবহার করুন।

ফেসপ্যাক- ৩
একটি বাটিতে ১ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ত্বক ক্লিনজার দিয়ে ধুয়ে মুছে নিন। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

  • প্রতিদিন একবার ব্যবহার করুন।


তথ্য: স্টাইলক্রেজ