সঞ্চয়ের স্মার্ট আয়ডিয়া

মাসের শুরুতে হাতে আসা টাকা মাস শেষ হওয়ার আগেই শেষ! এমন পরিস্থিতিতে যদি নিয়মিত পড়েন, তবে এখনই সঞ্চয়ের পরিকল্পা করে ফেলুন। দৈনন্দিন জীবনের ছোটখাট কিছু পরিবর্তন আপনাকে সাহায্য করবে সঞ্চয় বাড়াতে।

কিছু কেনার আগে সেটা আপনার প্রয়োজনীয় কিনা সেটা বুঝে তারপর কিনুন

  • কেনাকাটা করার সময় কার্ড ব্যবহার করবেন না। চেষ্টা করুন ক্যাশে পেমেন্ট করতে।
  • বাইরে খাওয়া যেতে পারে, তবে সেটা যেন অতিরিক্ত না হয়। চেষ্টা করুন বাসার খাবার খেতে। সপ্তাহে একবার অথবা দুইবার রেস্টুরেন্টের খাবার খেতে পারেন।
  • বাইরে যাওয়ার সময় চেক করে দেখুন লাইট, ফ্যান সব ঠিকঠাক বন্ধ আছে কিনা। অতিরিক্ত ইলেক্ট্রিসিটি খরচ থেকে বেঁচে যাবেন।
  • সুপার শপে যাওয়ার আগে কী কী লাগবে সেটার লিস্ট করে তারপর যান।
  • সঞ্চয়ের জন্য ব্যাংকগুলোতে বিভিন্ন স্কিম রয়েছে। সেগুলোর সাহায্যে সঞ্চয় করতে পারেন সহজেই।  
  • কেনাকাটা করার সময় প্রাইস ট্যাগ চেক করতে ভুলবেন না।
  • হুট করে কিনে ফেলা হয়েছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে না। ঘরে এমন জিনিস পড়ে থাকলে সেগুলো বিক্রি করে দিতে পারেন।
  • অনলাইন কেনাকাটা নিয়ে সচেতন হওয়া জরুরি। কিছু অর্ডার করার আগে সেটা আপনার আদৌ কাজে লাগবে কিনা চিন্তা করে তারপর অর্ডার করবেন।
  • ফোনের ইন্টারনেট প্যাকেজ কিনবেন প্রয়োজন অনুযায়ী।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া