রসুনের শ্যাম্পু যেভাবে বন্ধ করে চুল পড়া

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন রসুনের শ্যাম্পু। বাজারে কিনতে পাওয়া যায় গার্লিক শ্যাম্পু। তবে এটি বাসায় বানিয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

রসুনের শ্যাম্পু
কেন ব্যবহার করবেন রসুনের শ্যাম্পু?

  • রসুনে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুল পড়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।
  • চুলের রুক্ষতা দূর করে প্রাণবন্ত করে চুল।
  • চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
  • চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এতে চুল বাড়ে দ্রুত।  

যেভাবে শ্যাম্পু বানাবেন
১০-১৫টি রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। ব্লেন্ড করে অথবা বেটে মিহি পেস্ট তৈরি করুন। সামান্য পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। ক্রিমের মতো ঘন হলে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল ও টি ট্রি অয়েল মেশান। এগুলো যেকোনো সুপার শপেই কিনতে পাওয়া যাবে। এবার এক বোতল ভেষজ শ্যাম্পুর সঙ্গে মিশ্রণটি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। রেগুলার শ্যাম্পুর বদলে ব্যবহার করুন এই শ্যাম্পু।

তথ্য: স্টাইল ক্রেজ