জিন্স পরিষ্কারের খুঁটিনাটি

পরিষ্কার করার পর শখের জিন্স বিবর্ণ হয়ে গেছে? সঠিক উপায়ে জিন্স পরিষ্কার করলে পড়তে হবে না এমন ভোগান্তিতে। জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন জিন্স। 

aid1370636-v4-728px-Wash-Jeans-Step-6

  • জিন্স পরিষ্কার করার সময় সবসময় মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন।
  • ব্লিচিং উপাদান আছে এমন ডিজারজেন্ট ব্যবহার করবেন না।
  • কখনও গরম পানিতে ধোবেন না জিন্স।
  • পানিতে ভেজানোর আগে জিন্স উল্টা করে নিন।
  • ধোয়ার আগে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন।
  • জিন্স কখনও আছড়ে ধোবেন না।
  • হালকা হাতে ধুয়ে বারান্দায় ঝুলিয়ে দিন।
  • খুব কড়া রোদে জিন্স না শুকানোই ভালো।
  • ঘন ঘন জিন্স ধোবেন না। কয়েক মাস পর পর ধুলে ভালো থাকবে অনেকদিন।

তথ্য: উইকি হাউ