বসন্তে ফুলেল সমারোহ (ফটো স্টোরি)

বসন্ত এসে গেছে আরও বেশ কিছুদিন আগে। ফাল্গুন যাই যাই করছে। আশেপাশে তাকালেই গাছে গাছে কচি পাতার সঙ্গে ফুলের সমারোহে ধরা দেয় বসন্ত। নগর বন্দর সব স্থানই বসন্তের দোলায় ফুলেল হয়ে উঠেছে। গাছে গাছে আমের মুকুল, পলাশের আগুন রাঙা লাল মাতিয়ে রেখেছে প্রকৃতি। সম্প্রতি বলধা গার্ডেন ও সোনারগাঁয়ে গিয়ে দেখা গেছে প্রায় সব গাছেই ফুল ফুটেছে। গামারি, রুপেলিয়া, নীলমনি লতা, পাখিফুল, গোল্ডেন শাওয়ারের সঙ্গে শিমুল, পলাশ ও আমের মুকুল ফুটে রয়েছে গাছে গাছে। এই বসন্তের আমেজ পুরোপুরি পেতে হলে ঘুরে আসতে পারেন প্রকৃতির কাছ থেকে...  

পলাশ

নীলমণি লতা

পাখিফুল

রাজ অশোক

রুপেলিয়া

3

আমের মুকুল

শিমুল

মাধবী

গামারি

গোল্ডেন শাওয়ার