পাটপণ্য নিয়ে কাজ করবেন শানু

অভিনয়, মডেলিং, নাচ ও কবিতা লেখাসহ বহু গুণের অধিকারী শানারেই দেবী শানু। যখনই যে কাজে হাত দিয়েছেন, পেয়েছেন সাফল্য। সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার শানু এবার সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি উদ্যোগের শুভেচ্ছাদূত হলেন।

Jute is Cute_Shanu_3_LR
দেশের উত্তরবঙ্গের পাঁচ জেলার ১৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার তৈরি বহুমুখী পাটপণ্য দেশব্যাপী প্রসারের লক্ষ্যে ইউরোপিয়ান কমিশন ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ‘জুট ইজ কিউট’ নামের একটি ক্যাম্পেইন পরিচালনা করছে। আর সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনার এ চেষ্টায় সামিল হলেন শানু। এসব উদ্যোক্তারা যে শুধু নানা ধরনের পাটপণ্য তৈরি করছেন তা নয়। কেউ সমাজের অত্যন্ত অবহেলিত যৌন পেশাজীবীদের, কেউ বিড়ি কারখানার নারী শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
কেন এরকম একটি উদ্যোগে শামিল হলেন? এ প্রশ্নের উত্তরে শানু জানান ‘সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা থেকেই এ কাজ করছি। আমি আশা করি, অচিরেই বাংলার পাট সারা বিশ্ব জয় করবে। পাশাপাশি তৃণমূলের এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের ভালো কাজগুলো সবার সামনে তুলে ধরতে পারলে, এদের অনুপ্রেরণায় আরও অনেক নতুন উদ্যোক্তা তৈরি হবে।’