চুল গজাবে আবার

চুল ঝরতে ঝরতে একদম পাতলা হয়ে গেছে? ঘরোয়া উপায়ে যত্ন নিলে গজাবে নতুন চুল। পাশাপাশি বাড়বে চুলের বৃদ্ধি। জেনে নিন কীভাবে প্রাকৃতিক উপাদানের সাহায্যে যত্ন নেবেন চুলের।  

পেঁয়াজের রস সাহায্য করে চুল গজাতে
পেঁয়াজের রস
নতুন চুল গজাতে পেঁয়াজের রস তুলনাহীন। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এতে চুল যেমন দ্রুত বাড়ে, তেমনি উঠতে শুরু করে নতুন চুল। একটি পেঁয়াজ থেকে রসটুকু সংগ্রহ করে আঙুলের সাহায্যে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। ২০ মিনিট রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে পেঁয়াজের রস মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে।
অ্যালোভেরা
চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। এটি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি দূর করে খুশকি। চুল পাতলা হয়ে গেলে নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করুন চুলের গোড়ায়। অ্যালোভেরাসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করলেও উপকার পাবেন।
নারকেল তেল
নারকেল তেল সামান্য গরম করে ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। একটি গরম তোয়ালে দিয়ে আঁটকে ফেলুন চুল। আধা ঘণ্টা পর তোয়ালে খুলে আরও ১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের জৌলুস বাড়বে। পাশাপাশি গজাবে নতুন চুল।  
লেবু
অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পুর সাহায্য ধুয়ে ফেলুন চুল।

তথ্য: হেড লাইন ডটকম