সম্পর্কে বিরক্তি বাড়ছে?

রুটিন বাধা জীবন, কাজের ব্যস্ততা- সবকিছু মিলিয়ে দৈনন্দিন জীবনের একঘেয়েমিতে হয়তো আক্রান্ত হয়ে পড়েছে সম্পর্কও। ফলে বাড়ছে ঝগড়াঝাঁটি কিংবা ভুল বোঝাবুঝির মতো ব্যাপার। বিষিয়ে উঠছে জীবন। আপনার একটু আন্তরিকতা পারে সম্পর্কের এই একঘেয়েমি কাটাতে।

married-couple-relationship হঠাৎ পরিকল্পনা
প্রতিদিন অফিস-বাসা করতে করতে ক্লান্ত? একদিন হঠাৎ পরিকল্পনা করে ফেলতে পারেন বাইরে কোথাও খেতে বা ঘুরতে যাওয়ার। এই নতুনত্ব পছন্দ করবে আপনার সঙ্গী।     
মজার কিছু করে চমকে দিন সঙ্গীকে
জন্মদিন কিংবা কোনও উপলক্ষে তো সারপ্রাইজ দেওয়া হয়-ই। তবে সাধারণ একটি দিনে সারপ্রাইজ নিশ্চয় আশা করবে না আপনার সঙ্গী! প্রিয়জনকে হঠাৎ চমকে দিয়ে সাধারণ একটি দিনকেও বিশেষ করে ফেলতে পারেন।   
কিছু সময় শুধু প্রিয়জনের জন্য
কোথাও ঘুরতে বা খেতে গেলে ফোন নিয়ে ব্যস্ত থাকবেন না। সময়টুকু কেবল সঙ্গীকেই দিন। অফিসের কাজ বা অন্য কোনও কাজের ব্যস্ততা না দেখিয়ে মন দিয়ে কথা শুনুন এবং বলুন। এই মনোযোগ সম্পর্কের মান অভিমান কাটাবে।  
দূরে কোথাও যেতে পারেন  
কাজের ব্যস্ততা থেকে খানিক সময় বের করে সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন কোথাও থেকে। এতে নিজেদেরকে সময় দেওয়া সহজ হবে। ভুল বোঝাবুঝির মীমাংসা করে ফেলতে পারবেন দ্রুত। 

/এনএ/