চুল মসৃণ হবে ঘরোয়া উপায়ে

খুব সহজেই চুলে জট বেঁধে যাচ্ছে? রুক্ষ ও প্রাণহীন চুলে এ ধরনের সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপায়ে দূর করতে পারেন চুলের রুক্ষতা। চুল ঝলমলে ও মসৃণ করতে ব্যবহার করুন এই হেয়ার প্যাকগুলো।

maxresdefault
আমন্ড অয়েল ও ডিম

১/৪ কাপ আমন্ড অয়েলের সঙ্গে ১টি ডিম মিশিয়ে ফেটিয়ে নিন ভালো করে। চুলগুলো কয়েক ভাগে ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনিং করে নিন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে।

নারকেল তেল ও ভিটামিন ই অয়েল



৪ চা চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে নিন। তেলের মিশ্রণটি ঘষে ঘষে লাগান চুলের আগা পর্যন্ত। ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কলা ও মধু
১টি পাকা কলা চটকে ২ চা চামচ মধু ও ১/৩ কাপ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
মধু ও লেবুর রস
২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ কাপ পানি মেশান। মিশ্রণটি ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ১৫ দিনে একবার ব্যবহার করুন এটি।

তথ্য: স্টাইল ক্রেজ