‘ঝালমুড়ি’র বৈশাখ আয়োজন

jhalmuri teamবৈশাখে যারা একটু ভিন্নধর্মী পোশাক-গয়নার সন্ধান করেন তাদের কাছে ‘ঝালমুড়ি’ একটি পরিচিত নাম। সমমনা উদ্যোক্তা-বন্ধুরা মিলে গড়ে তুলেছেন আয়োজনটি। অনলাইনের ক্লায়েন্টদের সঙ্গে মুখোমুখির আড্ডা ও হাসি-ঠাট্টায় মেতে ওঠার লক্ষ্যে তিন বছর আগে শুরু হয়েছিল এর যাত্রা।

29060340_1911622505538145_5228579601245368752_o
এই নিয়ে তৃতীয়বারের মতো বৈশাখ উপলক্ষে বসবে ঝালমুড়ির হাট। এবার ছয়জন উদ্যোক্তার বৈশাখি পণ্যের পশরা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ঝালমুড়ি। আগামী শুক্রবার (৩০ মার্চ) রাজধানীর বনানীতে চলবে একদিনের প্রদর্শনীটি। বনানী ১১ নাম্বার সড়কের, এইচ ব্লকের ৩৭ নাম্বার প্লটে অবস্থিত ‘মোর’-এ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

28954630_1025083650972109_9099408392183001078_o
এবারের ঝালমুড়িতে অংশ নিচ্ছে স্ট্রিংজ, সিক্স ইয়ার্ডস্‌ স্টোরি,  কালেক্টিভ জাঙ্কশান,  সুইট পটেটো,  ফেরিওয়ালী,  স্মাটি-নার্ডি ও হোম-মেড। থাকবে সালোয়ার কামিজ, ডিজাইনার শাড়ি, গয়না, বাচ্চাদের জামা ও ঘরে তৈরি স্ন্যাকস-কেক।

29594434_390535721418734_4189865892083502584_n