বৈশাখী পোশাকে পানাম রাজ্যের ঐতিহ্য

পহেলা বৈশাখ উপলক্ষে রঙিন সাজে সেজেছে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ।’ বাংলাদেশের ঐতিহাসিক পানাম নগরের স্থাপত্যে ব্যবহৃত বিভিন্ন নকশার অলঙ্করণের অনুপ্রেরণায় সাজানো হয়েছে বৈশাখী আয়োজন।

5

শাড়ি,পাঞ্জাবি,থ্রিপিস,ফতুয়া, শার্ট,টি-শার্টসহ বিভিন্ন পোশাকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক পানাম নগরীর স্থাপত্যে ব্যবহৃত বিভিন্ন নকশার অনুষঙ্গ। সেই সঙ্গে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে পোশাকে ব্যবহার করা হয়েছে উজ্জল রং। কাজের মাধ্যম হিসেবে চুনরি,টাই-ডাই, ব্লক,বাটিক, এ্যাপলিক,কাটওর্য়াক,স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি ব্যবহৃত হয়েছে।

ADD Boishak 2018 ----------- 10 OUTPUT