রঙিন ফ্যাশনে বৈশাখ

পহেলা বৈশাখ মানেই নতুনের আহ্বান। এই আহ্বানকে স্বাগত জানিয়ে ছোট-বড় সবার জন্য রঙিন পোশাক ও অনুষঙ্গ নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল হাউস ‘লা রিভ।’

Le Reve Boishakh 2

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিসের পরিকল্পনা ও উপস্থাপনায় বোহেমিয়ান লাইফস্টাইল অনুসৃত এই বৈশাখী সমাহারে মোটিফ হিসাবে ব্যবহার করা হয়েছে দৈনন্দিন নানা উপকরণ। বৈশাখের তপ্ত আবহাওয়ার কথা বিবেচনা করে আরামদায়ক সুতি, ভিসকস কিংবা লিলেন কাপড় ব্যবহার হয়েছে বেশিরভাগ পোশাকে। 

Le Reve Boishakh 5

সেই সঙ্গে বিভিন্ন অনুসঙ্গ যোগ করা হয়েছে উৎসবের আমেজকে বাড়িয়ে তুলতে। বিভিন্ন পুঁতি, বাটন, টাসেল কিংবা পমপমের ব্যবহারে পোশাকে এসেছে উৎসবের আমেজ। বোহেমিয়ান ঘরানার এসব পোশাকে যোগ হয়েছে নতুন নতুন প্যাটার্ন ও সিলহোটি। ৭০ দশকের বেল স্লিভ পেয়েছে নতুন মাত্রা। এছাড়াও জাপানিজ লুজ ফিটেড স্লিভ, ট্রাম্পেড স্লিভ ও পাফ স্লিভ পোশাকে এনেছে নতুনত্ব। দৈনন্দিন জীবনধারা ফুটে উঠেছে পোশাকের নকশায়। শহুরে রাস্তার রিক্সা ভ্রমণ থেকে শুরু করে গ্রাম বাংলার হারিকেনও ঠাই পেয়েছে ট্রেন্ডি এসব পোশাকে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন ট্রাইবাল মোটিফ ও ফোক মোটিফ।

Le Reve Boishakh 4

নারী-পুরুষের পাশাপাশি শিশুদের পোশাকও পাওয়া যাচ্ছে বৈশাখের বিশেষ এ আয়োজনে।