ব্রণের দাগ দূর করে নিম

তেতো নিমের গুণের কথা আমাদের সবারই জানা। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি রূপচর্চাতেও নিমপাতা অতি দরকারি। ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এই ভেষজ। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পারে। চুল পড়া বন্ধ করতেও এটি অতুলনীয়। জেনে নিন রূপচর্চায় নিমের ব্যবহার।  

নিমপাতা

ত্বকের যত্নে

  • নিমপাতা বেটে পেস্ট তৈরি করুন। ১ চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন পেস্টে। ত্বকে ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এটি ত্বক উজ্জ্বল করবে ও ব্রণের দাগ দূর করবে।
  • বলিরেখা দূর করতেও কার্যকর নিম। এজন্য নিমপাতা গুঁড়া করে মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। না শুকানো পর্যন্ত পেস্টটি মুখে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক টানটান থাকবে। ত্বকের অতিরিক্ত তেলও দূর হবে এই ফেসপ্যাক ব্যবহারে।
  • ব্রণের দাগ দূর করার জন্য নিমপাতা বেটে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাগের উপর লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুলের যত্নে

  • চুলের বৃদ্ধি বাড়ায় নিমপাতা। নিমপাতার সঙ্গে দই মিশিয়ে পেস্ট করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক। চুল বাড়বে দ্রুত।
  • চুল পড়া বন্ধ করতে নিমপাতার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • অকালে চুল পাকা রোধ করতে অলিভ অয়েলে নিমপাতা ভিজিয়ে ফুটিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় ম্যাসাজ করুন তেল। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই