সূর্যমুখীর দেশে (ফটো স্টোরি)

sun-6ভোরের সোনা রোদে চোখ মেলেছে ঝলমলে সূর্যমুখী। সূর্য মামার সঙ্গে নোয়াখালীর সূবর্ণচরের সূর্যমুখীর বাগানও জেগে উঠেছে। ছবি তোলার উদ্দেশ্যে আমরা বন্ধুরা দল বেধে এসেছি এখানে। উদ্দেশ্য সূর্যমুখীর ছবি তোলা। এখানে মাইলের পর দিগন্ত বিস্তৃত ক্ষেতে সূর্যমুখীর চাষ। ব্যক্তিউদ্যোগে এখানে চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। চাষীদের অনেকেরই তেল ভাঙানোর মিল রয়েছে। তাই এখানে ধান চালের পরিবর্তে সূর্যমুখী অন্যতম ফসল। আর সৌন্দর্যের কথা তো বাদই দিলাম। যতদূর চোখ যায় সোনা রোদের সঙ্গে সূর্যমুখীর হলুদ আভা। নয়ন জুড়ানো এ দৃশ্য আপনাকে মোহিত করবে নিশ্চিত।sun-9

sun-3

sun-5sun-1

sun-11

sun-4

sun-8

sun-10

sun-7

sun-6