চুলের বৃদ্ধি বাড়াবে মেহেদির হেয়ার প্যাক

চুল পড়ে যাওয়া বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত করতে চাইলে নিয়মিত মেহেদির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এটি চুলের অতিরিক্ত তেলতেলে ভাব ও খুশকি দূর করে ঝলমলে করে চুল। চুলের গোড়া শক্ত করার পাশাপাশি মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণেও মেহেদির ভূমিকা রয়েছে। জেনে নিন মেহেদির কয়েকটি হেয়ার প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।

মেহেদি
মেহেদি ও নারকেল তেল
আধা কাপ মেহেদি গুঁড়া ১/৪ কাপ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ১২ ঘণ্টা। চুল ভাগ করে নিয়ে ব্রাশের সাহায্যে লাগান মেহেদির পেস্ট। শাওয়ার ক্যাপ পরে ১ ঘণ্টা অপেক্ষা করুন। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। মাসে একবার এভাবে ব্যবহার করুন মেহেদি।   
মেহেদি ও আমলকী
আধা কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ আমলকী গুঁড়া মিশিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০ থেকে ১২ ঘণ্টা। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এটিও মাসে একবার ব্যবহার করুন।
মেহেদি ও অ্যালোভেরা
১ কাপ মেহেদি পাতা ও একটি অ্যালোভেরার পাতা বেটে নিন একসঙ্গে। অ্যালোভেরার পাতা ছোট টুকরা করে নিন বাটার আগে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম ও মেহেদি
১ কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে ১ কাপ পানি, ১টি ডিম ও লেবুর রস মিশিয়ে রেখে দিন ১ ঘণ্টা। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

জেনে নিন

  • শুষ্ক চুল যাদের তারা খুব ঘন ঘন মেহেদি ব্যবহার না করলেই ভালো করবেন। এতে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • মেহেদি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন ব্যবহার করতে পারেন।    
  • মেহেদির হেয়ার প্যাক ব্যবহার করার আগে কপাল, ঘাড় ও কানের ত্বকে নারকেল তেল ঘষে নিন। এতে মেহেদির রং লেগে যাবে না।
  • চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।

তথ্য: স্টাইলক্রেজ