বৈশাখী রান্না

লেবু ইলিশ

বৈশাখের দিন খাবার টেবিলে মজাদার লেবু ইলিশ রাখতে পারেন। ব্যতিক্রমী স্বাদের এই আইটেমটি ভাতের সঙ্গে খেতে সুস্বাদু। জেনে নিন কীভাবে রান্না করবেন লেবু ইলিশ।

লেবু ইলিশ

উপকরণ
ইলিশ মাছ ৬ টুকরা
এলাচি লেবু- ১টি
লেবু পাতা- ২টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
কাঁচামরিচ- ৪/৫টি
তেল- ৩ টেবিল চামচ
চিনি- ১/২চা চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
মাছের টুকরার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার বাটা ও গুঁড়া মশলা দিয়ে মেখে রাখুন আরও ১৫ মিনিট। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে মাছ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে অল্প পানি দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন। এবার মাছ উল্টে লেবু পাতা, কাঁচামরিচ ও চিনি দিয়ে আরও ৫মিনিট রান্না করুন। চুলা বন্ধ করে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।