অকালে চুল পাকা রোধ করে সরিষার তেল

চুলের যত্নে সরিষার তেল ম্যাসাজ করতে পারেন। সমপরিমাণ সরিষার তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম করে লাগান চুলে। এটি অকালে চুল পাকা রোধ করার পাশাপাশি চুলে নিয়ে আসবে প্রাণ। চুলের আগা ফাটা দূর করতেও নিয়মিত ব্যবহার করতে পারেন এই তেল। সরিষার তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। জেনে নিন সরিষার তেলের কয়েকটি হেয়ার প্যাক সম্পর্কে। 

সরিষার তেল
চুলের বৃদ্ধি বাড়াতে
১টি ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ টক দই মেশান। ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুলের বৃদ্ধি বাড়বে।
ঝলমলে চুলের জন্য
চুলের রুক্ষতা দূর করতে সরিষার তেল সামান্য গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। এবার গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।রুক্ষতা দূর হয়ে উজ্জ্বল ও ঝলমলে হবে চুল।
খুশকি দূর করতে
১ টেবিল চামচ সরিষার তেলের সঙ্গে সমপরিমাণ মধু ও একটি ডিমের কুসুম মিশিয়ে নিন। ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে চুলের গোড়া লাগান। ৩০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

তথ্য: স্টাইল ক্রেজ