ব্রণ দূর করে হলুদের ফেসপ্যাক

ব্রণ ও ব্রণের দাগ দূর করতে হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করে। হলুদের ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও কোমল।

step-1-combine-turmeric-for-acne-and-honey-in-a-bowl-2-600x400
বেসন ও হলুদ
১ টেবিল চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ বেসন ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার বব্যবহার করলে ব্রণ দূর হবে ধীরে ধীরে।
নারকেল তেল ও বেসন
২ টেবিল চামচ হলুদ গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে পেস্টটি ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করা যায় এই ফেসপ্যাক।step-3-apply-turmeric-for-acne-on-the-affected-skin-600x400

হলুদ ও মধু
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। উজ্জ্বল ও ব্রণমুক্ত ত্বকের জন্য সপ্তাহে তিনবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।
হলুদ ও লেবুর রস
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ১৫ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন মিশ্রণটি।
অ্যালোভেরা ও হলুদ
সমপরিমাণ হলুদ গুঁড়া ও অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
হলুদ, চালের আটা ও দই
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ২ চা চামচ চালের আটা ও ৩ টেবিল চামচ টক দই মেশান। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।  

তথ্য: ফ্যাব হাউ