জমে উঠেছে তিন সংগ্রাহকের প্রদর্শনী

Collectors exhibition 1রাজধানীর দৃক গ্যালারীতে প্রথমবারের মতো একসঙ্গে তিন সংগ্রাহকের ডাক টিকেট  (পোস্টাল স্ট্যাম্প), মুদ্রা (কারেন্সি) ও দিয়াশলাই (ম্যাচবক্স) এর সংগ্রহ নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। আজই প্রদর্শনীটির শেষ দিন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. নাসরিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি রবিউল হুসাইন ও কবি তারিক সুজাত।

তিন দিনব্যাপী প্রদর্শনীটি চলছে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীতে রবিউল ইসলামের সংগ্রহে থাকা বিশে^র বিভিন্ন দেশের ব্যাংক নোট ও মুদ্রা, গোলাম আবেদ এর সংগ্রহে থাকা নানা দেশের ডাক টিকিট এবং সাকিল হক এর সংগ্রহে থাকা বিশে^র সবচেয়ে ক্ষুদ্র দিয়াশলাই থেকে শুরু করে হরেক রকমের দিয়াশলাই দর্শনার্থীরা দেখতে পাবেন।  প্রদর্শনীটির ইভেন্ট এবং পিআর পার্টনার এক্সট্রা পিআর।