চুল পড়া বন্ধ করে পেঁয়াজের রস

হাতের কাছে থাকা বিভিন্ন উপাদানের সাহায্যে যত্ন নিতে পারেন চুলের। এগুলো নিয়মিত ব্যবহার করলে চুল পড়া তো কমবেই, পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে। 

onionjuice

  • মেথি ও দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। মেথিতে রয়েছে লেসিথিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা চুলের পুষ্টির চাহিদা পূরণ করে। মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন সকালে বেটে নিন। দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ঠাণ্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
  • কারি পাতা ও নারকেল তেলের হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করতে পারে। কারি পাতায় রয়েছে বিটা-ক্যারোটিন, ফসফরাস ও নিকোটিনিক অ্যাসিড। কারি পাতার রস সংগ্রহ সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।  
  • চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের জুড়ি নেই। পেঁয়াজের রস চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • আমলকী ছেঁচে নারকেলে তেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই