ঝটপট ত্বক উজ্জ্বল করবে আলুর যে ফেসপ্যাক

ঝটপট ত্বকে সজীবতা নিয়ে আসতে চাইলে আলু দিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক। এটি ত্বক নিয়ে আসবে উজ্জলতা। পাশাপাশি দূর হবে বলিরেখা।  

10-Effective-Homemade-Face-Packs-To-Treat-Dark-Spots-1

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক
১ স্লাইস আলু, ১ স্লাইস শসা, ১ স্লাইস লেবু একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে ১ চিমটি হলুদ মেশান। এবার ব্রাশের সাহায্যে মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।
কেন ব্যবহার করবেন আলু ও শসার ফেসপ্যাক?

  • আলুর ব্লিচিং উপাদান ত্বকের দাগ দূর করে।
  • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে আলু।
  • ব্রণ ও বলিরেখা দূর করে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।
  • লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে সজীব ও স্নিগ্ধ রাখে ত্বক।