ইফতার ও সেহরিতে 'অ্যারোমা অব অ্যারাবিয়া'

raddison-ramadan (1)রমজানের আমেজে ভিন্ন সাজে সাজবে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। আরব দেশের সংস্কৃতির অনুপ্রেরণায় থাকছে বিশেষ খাবার এবং সাজসজ্জা। লবিতে ঢুকতেই পাওয়া যাবে মজাদার খাবারের সুবাস, এবং দেখা যাবে সুন্দর আলোকসজ্জা ও ডেকোরেশন। সমস্ত হোটেলজুড়ে খাবারের বিশেষ মেনু এবং নানা ধরণের রমজানের আয়োজন পরিকল্পনা করা হয়েছে।

র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পবিত্র রমজানের প্রথমদিন থেকে সারা মাস জুড়ে অ্যারাবিয়ান খাবারের সমাহার নিয়ে পালন করবে 'অ্যারোমা অব অ্যারাবিয়া'।

ওয়াটার গার্ডেন ব্র্যাসারি রমজানজুড়ে আরবের রন্ধনশিল্পের অনুপ্রেরণায় নিয়ে আসছে বিশেষ সব খাবারের আয়োজন। তাদের মেনুতে থাকছে আরবের নানা ঐতিহ্যবাহী খাবারের সম্ভার, যার মধ্যে অনন্য উটের মাংসের বিভিন্ন পদ। মূল আকর্ষণ হিসেবে একটি সম্পূর্ণ অ্যারাবিয়ান ভেড়া গ্রিল করা প্রদর্শিত হবে অতিথিদের উপভোগের জন্য। রেস্তোরাঁটিতে রমজান মাসজুড়ে অতিথিরা উপভোগ করতে পারবেন বুফে ইফতার ও রাতের খাবারের পাশাপাশি ভোররাতের সেহরি। অন্যান্য আয়োজনের পাশাপাশি ইফতারের সময় থাকছে ৩০ ধরনের খেজুরের সমাহার।

হোটেলটির সুইমিং পুলের পাশের বাগানে সাজানো হচ্ছে রমজানের বিশেষ সাজে ও রঙে। এই মনোরম পরিবেশে ব্যক্তিগত টেন্টের ভিতরে অতিথিরা উপভোগ করতে পারবেন বিশেষ ইফতার ও বুফে ডিনার। সারাদিন রোজা রাখার পর একটু তৃপ্তি পেতে চলে আসতে পারেন র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। ঢাকাবাসীদের এক নতুন ধরনের স্বাদের সাথে পরিচয় করিয়ে দিতে রমজানের এই বিশেষ আয়োজন নিয়ে আসছে পাঁচ তারকা হোটেলটি। বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট।