যেভাবে খুশকি দূর করে নারকেল তেল

চুলের যত্নে নিয়মিত নারকেল তেল ব্যবহারের বিকল্প নেই। নারকেল তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু দূর করে চুল রাখে খুশকিমুক্ত। পাশাপাশি চুলের রুক্ষতা দূর করতেও জুড়ি নেই নারকেল তেলের। জেনে নিন কীভাবে নারকেল তেল ব্যবহার করলে চুল খুশকিমুক্ত থাকবে।

x08-1481199096-oliveoil.jpg.pagespeed.ic.DRDaeSu71f

  • খুশকি দূর করতে সপ্তাহে একদিন চুলে গরম নারকেল তেল ম্যাসাজ করুন। পরিমাণ মতো নারতেল তেল বাটিয়ে নিয়ে সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ২০ মিনিট। তোয়ালে খুলে আরও ১০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ কর্পূর মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৪ টেবিল চামচ নারকেল তেল সামান্য গরম করে নিন। ১ টেবিল চামচ মেথি গুঁড়া মেশান। চুলের গোড়ায় মিশ্রণটি ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।