মরিচ থেকেই হবে মরিচ গাছ!

বারান্দা অথবা ছাদে চাষ করতে পারেন মরিচ। খুব সহজেই মরিচ থেকে তৈরি করে নেওয়া যায় মরিচ গাছের কলম। জেনে নিন কীভাবে।

STORY6
৬০ ভাগ সাধারণ মাটির সঙ্গে ২০ ভাগ মিহি বালি ও ২০ ভাগ জৈব সার মিশিয়ে তৈরি করুন মাটি। একটি প্লাস্টিকের গামলার নিচে তিনটি ছিদ্র করে মাটির টুকরো দিয়ে দুটি বন্ধ করে দিন। তৈরি করা মাটি ছড়িয়ে দিন গামলায়। পাকা মরিচের মাঝখান থেকে চিরে মাটির উপর বসিয়ে দিন। চাইলে বীজ ছিটিয়েও দিতে পারেন। এবার উপরে আরেক লেয়ারের মাটি দিয়ে দিন। ঝাঁঝরি দিয়ে পানি দিন। মাটি সবসময় ভেজা অবস্থায় রাখবেন। কড়া রোদে রাখবেন না, আবার অন্ধকার স্থানেও রাখবেন না। আলো-ছায়ার মধ্যে রাখবেন পাত্র। ৬ থেকে ৮ দিনের মধ্যে মাথা তুলতে শুরু করবে চারা। চারাগুলো ৪ থেকে ৫ ইঞ্চি বড় হলে উঠিয়ে টবে বা ড্রামের মাটিতে লাগান। ৪৫ দিনের মধ্যেই ফুল থেকে মরিচ ধরবে গাছে।