প্রাকৃতিক রুম ফ্রেশনার বানাবেন যেভাবে

হুটহাট বৃষ্টিতে স্যাঁতসেঁতে হয়ে যায় ঘর। ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে হাতের কাছে থাকা উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন রুম ফ্রেশনার। জেনে নিন কীভাবে বানাবেন।

fd15d65b-1301-4c9c-a2ca-9a9ae4bbfb3c-630x420

  • তেজপাতা, দারুচিনি ও লেবুর টুকরো একসঙ্গে একটি ছোট বাটিতে নিয়ে ঘরের কোণে রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে  একটি গন্ধ ঘুরপাক খাবে।  লেবুপাতা ও কমলালেবুর শুকনা খোসাতেও ঘরে আসে সুগন্ধ।
  • ছোট কার্ডবোর্ড বাক্সে খানিকটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে আঁটকে রাখুন। উপরে ছোট্ট ছিদ্র করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোণায় রাখলে দুর্গন্ধ চলে যায়। কয়েকদিন পর পর একটু তেল ঢেলে দেবেন।
  • রান্নাঘরের দুর্গন্ধ দূর করতে লেবুর টুকরা, অল্প দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। ফুটে উঠলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন। দূর হবে বাজে গন্ধ।