কালচে হবে না আপেল

আপেল স্লাইস করার কিছুক্ষণের মধ্যেই কালচে হয়ে যায়। কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে কালচে হবে না টুকরো করে রাখা আপেল।

soak-in-honey-water-to-prevent-fruit-slices-from-turning-brown-1

  • একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে ১/৪ চা চামচ লবণ মেশান। লবণ গলে গেলে আপেলের টুকরা ৫ মিনিট ডুবিয়ে রাখুন। চামচ দিয়ে আপেলের টুকরা উঠিয়ে জিপলক ব্যাগে রাখুন। কালচে হবে না আপেলের টুকরা।
  • ১ কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ মধু মেশান। মধুমিশ্রিত পানিতে আপেলের স্লাইস ডুবিয়ে রাখুন ৩০ সেকেন্ড। উঠিয়ে জিপলক ব্যাগে সংরক্ষণ করুন।
  • ১ কাপ পানিতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে আপেল ডুবিয়ে রাখুন। ৫ মিনিট পর উঠিয়ে জিপলক ব্যাগ অথবা মুখবন্ধ পাত্রে রেখে দিন।
  • ঠাণ্ডা পানিতে আপেলের টুকরা ভিজিয়ে রাখুন ৫ মিনিট। কালচে হবে না।

তথ্য: ফ্যাব হাউ